Class-9 history short question

     লিগ অফ নেশনস (জাতিসংঘ)        এবং সম্মিলিত জাতিপুঞ্জ               (ইউনাইটেড নেশনস)



 নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ইতিহাসের যে সকল গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে সেগুলি আলোচনা করা হয়েছে।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 
                                          প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর 


১) লীগ অফ নেশনস এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

উঃ জেনেভা 

২) লীগ অফ নেশনস এর প্রথম মহাসচিব কে ছিলেন ?

উঃ এরিখ ড্রুমন্ড 

৩) লীগ অফ নেশনস এর স্থায়ী সদস্য কত ?

উঃ ৬ টি 

৪) আন্তর্জাতিক বিচারালয়টি কোথায় অবস্থিত ?

উঃ হল্যান্ড 

৫) সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

উঃ ১৯৪৫ খ্রিঃ 

৬) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ কোনটি ?

উঃ লন্ডন ঘোষণা

৭) সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণটি কে করেন  ?

উঃ রুজভেল্ট

৮) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা ও অধ্যায় আছে ?

উঃ ১১১ টি ধারা ১৯ টি অধ্যায় 

৯) ইয়াল্টা সম্মেলন আহূত হয়েছিল কবে ?

উঃ ১৯৪৫ খ্রিঃ 

১০) জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় নিরস্ত্রীকরণ শব্দটি গৃহীত হয়েছে ?

উঃ ১১নং 

১১) জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?

উঃ ৫ টি 

১২) কোন সম্মেলনে জাতিপুঞ্জ গঠিত হয় ?

উঃ সানফ্রান্সিসকো সম্মেলন 

১৩) লিগ অব নেশনস প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা কত ছিল ?

উঃ ৪০ ( চল্লিশ )

১৪) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা কত ছিল ?

উঃ 

১৫) জাতিসংঘের সদর কার্যালয়ে কোথায় ?

উঃ সুইজারল্যান্ডের জেনেভা শহরে

১৬) লিগ/ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ?

উঃ ট্রিগভি লি 

১৭) ভেটো কি ?

উঃ ভেটো হল একটি বিশেষ ক্ষমতা, যার দ্বারা সাধারণ সভার যে কোন বিল ,বাজেট বা সিদ্ধান্ত তারা বাতিল বা স্থগিত করতে পারে।

১৮) কারা ভেটো প্রয়োগ করতে পারে ?

উঃ  মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চিন এই পাঁচটি দেশ ভেটো প্রয়োগ করতে পারে।

১৯) জাতিপুঞ্জের সনদের ১ নং ধারাতে কি বলা হয়েছে ?

উঃ চারটি প্রধান উদ্দেশ্যের কথা বলা হয়েছে।

২০) জাতিপুঞ্জের সনদের কোন ধারায় নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে ?

উঃ ২৬ নং 

২১) U. N. Day কবে পালিত হয় ?

উঃ ২৪ শেষ অক্টোবর 

২২) I.L.O এর কাজ কি ?

উঃ আন্তর্জাতিক শ্রমিক সংস্থা 

২৩) কার কোন কবিতা থেকে U.N.O. নামটি নেওয়া হয়েছে ?

উঃ বায়রনের চাইল্ড হেল্ডার কবিতা থেকে নামটি নেওয়া হয়েছে।

২৪) UNICEF কথার অর্থ কি ?

উঃ আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরি তহবিল।

২৫) UNESCO কথার অর্থ কি ?

উঃ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা

২৬) WHO এর পুরো নাম কি ?

উঃ World Health Organization 

২৭) UNRRA কথার অর্থ কি ? 

উঃ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন।

২৮) G-4 ভুক্ত দেশগুলো কি কি? 

উঃ  ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানি 

২৯) জাতিপুঞ্জের দর্পণ বলা হয় কাকে ?

উঃ প্রস্তাবনা 

৩০) জাতিপুঞ্জের প্রথম অধিবেশন বসে কোথায় ?

উঃ নিউইয়র্ক 

৩১) জাতিসংঘের সর্বশেষ মহাসচিবের নাম কি ?

উঃ সিন লেস্টার


খ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
                                                                              প্রতিটি প্রশ্নের মান -২


১) জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি ?

উঃ ক) পারস্পরিক আপস মীমাংসা ও বোঝাপড়ার দ্বারা আন্তর্জাতিক সমস্যা সমাধান করা হবে।

খ) রক্তক্ষয়ী যুদ্ধের উন্মাদনা সরিয়ে ফেলতে হবে।

২) কে কবে জাতিসংঘ প্রতিষ্ঠা করেন ?

উঃ১৯১৯ সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

৩) জাতিসংঘের অঙ্গ কি কি ?

উঃ জাতিসংঘের অঙ্গ গুলি হল - ক) সাধারণ সভা খ) পরিষদ গ) সচিবালয় ঘ) আন্তর্জাতিক বিচারালয় ঙ) আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ।

৪) জাতিসংঘের সাধারণ সভার কাজ কি ?

উঃ 

৫) জেনেভা প্রোটোকলের উদ্দেশ্য কি ?

উঃ কোন দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষার জন্য সর্বতোভাবে সাহায্য করা। 

৬) আন্তর্জাতিক শ্রমিক সংঘ কেন গঠিত হয়েছিল ?

উঃ আন্তর্জাতিক স্তরে শ্রমিকদের উন্নয়ন ঘটানো উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল।

৭) লন্ডন ঘোষণা কি ?

উঃ ১৯৪১ খ্রিস্টাব্দে জুন মাসে লন্ডনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন করে তোলেন। সেটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত।

৮) কবে কাদের মধ্যে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ ১৯৪১ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধান প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মধ্যে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়েছিল।

৯) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখ ।

উঃ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন ।

১০) জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখ।

উঃ ক) পৃথিবীর বিভিন্ন জাতির সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিয়ে বিভিন্ন রাষ্ট্রকে বিশ্বপরিবারের অন্তর্ভুক্ত করা।

খ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের বীজ পৃথিবী থেকে বিনষ্ট করা।

১১) জাতিসংঘ ও জাতিপুঞ্জের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ কর।

উঃ সাদৃশ্যঃ 

জাতিসংঘ ও জাতিপুঞ্জ দুটি সংস্থার আন্তর্জাতিক শান্তি সংস্থা রূপে পরিচিত।

বৈসাদৃশ্যঃ 

জাতিসংঘ গঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর আর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।



।।।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)