মারে ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারণ গুলি আলোচনা করো
প্রশ্নঃ মারে ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারণ গুলি আলোচনা করো ভূমিকাঃ মারে-ডার্লিং অববাহিকা হল অস্ট্রেলিয়ার সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল। বিভিন্ন অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে এই অববাহিকায় প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয়। শুধু তাই নয়, এই অববাহিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, আপেল, লেবু, পিচ ইত্যাদি ফলের চাষ করা হয়। অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং অববাহিকার অভূতপূর্ব কিছু উন্নতির কারণ গুলি হল- 1) সমতল ভূ-প্রকৃতিঃ মারে-ডার্লিং অববাহিকায় কৃষির উন্নতির প্রধান কারণ হল এখানকার সমতল ভূ-প্রকৃতি। এই সমতল ভূ-প্রকৃতির জন্য ভূমিকর্ষণ থেকে শুরু করে জলসেচ ও অন্যান্য আনুষাঙ্গিক কাজ কর্মের সুবিধা হওয়ায় এই অঞ্চলে কৃষি কাজের উন্নতি ঘটেছে। 2) অনুকূল জলবায়ুঃ এই অঞ্চলের নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। পরিমিত উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাত কৃষিজ ফসল উৎপাদনের পক্ষে সহায়ক। এছাড়া এখানকার দক্ষিণের ভূমধ্যসাগরীয় জলবায়ু বিভিন্ন ফল উৎপ...