Posts

Showing posts from November, 2023

বায়ুচাপ বলয়ের পরিচয়

  ১) পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সম্পর্কে আলোচনা কর। উঃ উষ্ণতা, জলীয়বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করেছে।  ১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ঃ  অবস্থানঃ নিরক্ষর রেখার উভয় পাশে গড়ে 5° অক্ষরেখার মধ্যে এই চাপবলয়টি অবস্থিত। উৎপত্তির কারণঃক) এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।তাই এই অঞ্চলের গড় উষ্ণতা বেশি।   খ) স্থলভাগ অপেক্ষার জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি।  গ) পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু বিক্ষিপ্ত হয়। ২) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ঃ   অবস্থানঃ উভয় গলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটি অবস্থিত । উৎপত্তির কারণঃক) নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ু স্রোত রূপে নেমে আসে। খ) মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই দুটি অঞ্চলে এসে পৌঁছায়।...

Computer questions answer

     কম্পিউটার প্রশ্ন উত্তর  ১) প্রথম মাউস উদ্ভাবন করেন কে ? উঃ ডগলাস এনজেলবার্ট  ২) ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কৃত হয় কবে ? উঃ ১৮২২ খ্রিস্টাব্দে ৩) অ্যাবাকাস কি ? উঃ কাঠের বা ধাতুর কয়েকটি সারি তার এবং প্রত্যেক সরি তারের মধ্যে কয়েকটি পুঁথি দিয়ে তৈরি যন্ত্র বিশেষ। ৪) CPU এর পুরো নাম কি ? উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ৫) মনিটর কি ? মনিটরের প্রকারভেদ সম্বন্ধে লেখ। উঃ ডিজিটাল কম্পিউটার সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস গুলির মধ্যে মনিটর অন্যতম। ইহা, সাধারণত টেলিভিশনের মত দেখতে। একে ভিসুয়াল ডিসপ্লে ইউনিট বলে।           মনিটরের প্রকারভেদ গুলি হল - মনোক্রম মনিটর, কালার মনিটর , CRT মনিটর, LCD মনিটর, LED মনিটর। ৬) ইনপুট ডিভাইস কাকে বলে? যেকোনো দুটি ইনপুট ডিভাইস সম্বন্ধে লেখ। উঃ কম্পিউটার সিস্টেমের যে অংশের সাহায্যে বাইরে থেকে কোন তথ্য প্রসেসিং অংশের কাছে পাঠানো যায় তাকে ইনপুট ডিভাইস বলে। যেমন- মাউস, কী-বোর্ড ইত্যাদি। কী-বোর্ডঃ কিবোর্ড হল কম্পিউটারের একটি ইনপুট অংশ। কিবোর্ডের মাধ্যমে সমস্ত ক্যারেক্টার প্রকাশ করা যায়। তাই কিবোর্ডকে ক্যার...

প্রত্যয়

              প্রত্যয়                বাংলা ব্যাকরণ ১) প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি ? উঃ ধাতু বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।        প্রত্যয় দুই প্রকার, যথা- কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ২) কৃৎ প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও। উঃ ধাতুর সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন- গম + তব্য = গন্তব্য  ৩) তদ্ধিত প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও। উঃ শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।যেমন- গঙ্গা + ষ্ণেয় = গাঙ্গেয়  ৪) প্রত্যয় শব্দের অর্থ কি ? উঃ বিশ্বাস  ৫) শব্দের অপকর্ষ কাকে বলে ? উদাহরণ দাও। উঃ ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হওয়ার তখন শব্দের মধ্যে স্বরের (গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ) পরিবর্তন ঘটে। এই তিন ধারাকে একত্রে অপকর্ষ বলে। ৬) প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখ। উঃ  ৭)  ৭) নিচের শব্দগুলির প্রত্যয় নির্ণয় কর। গন্তব্য - গম্ + তব্য  বক্তব্...

Hs Sanskrit suggestion 2024

  H.S. Test Examination 2024           Sub - Sanskrit  আর্যাবর্তবর্ণনম ১) আর্যাবর্ত দেশের গ্রাম ও শহরের বর্ণনা দাও। ২) আর্যাবর্তকে কেন স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে ? বনগতা গুহা  ১) বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বিশ্লেষণ কর। ২) কশ্যপ ও অলিপর্বার আর্থিক জীবনের পরিচয় দাও। ৩) বনের মধ্যে চোরেদের কার্যাবলী বর্ণনা দাও। শ্রীগঙ্গাস্তোত্রম   ১) শ্রীগঙ্গাস্ত্রম কবিতা অবলম্বনে গঙ্গার মাহাত্ম্যের বর্ণনা দাও। ২) "শংকরমৌলিবিহারিনী" কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।  ৩) শ্রীগঙ্গাস্তোত্রম কবিতা অবলম্বনে গঙ্গার যে বিশেষণ গুলি ব্যবহার হয়েছে তা আলোচনা কর। বাসন্তিকস্বপ্নম   ১) বাসন্তিকস্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা চরিত্র বিশ্লেষণ কর।  ২) বাসন্তিকস্বপ্নম নাটক অবলম্বনে কৌমুদী চরিত্র বিশ্লেষণ কর। ৩) বাসন্তিকস্বপ্নম নাটকে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন ?  ৪) বাসন্তিকস্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর। ভাবসম্প্রসারণ ১)  ২)  অনুচ্ছেদ রচনা  ১) মম গ্রামঃ  ২) ঈশ্বরচন্দ্রঃ বিদ্যাসাগর ঃ ৩) ...

বাংলা ভাবসম্প্রসারণ

  ১) নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস           ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।  নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে,           যাহা কিছু সুখ সকলি ও-পারে। ভাবসম্প্রসারণঃ নদী তার উৎস স্থল থেকে ভূখণ্ডের বুক চিরে প্রবাহিত হয়। ফলে আপাতদৃষ্টিতে ভূখণ্ডের উপরিভাগ দুটি খন্ডে বিভক্ত হয়ে পড়ে এবং মাঝে বয়ে চলে প্রবাহমান জলরাশি। নদীর এক তীর অপর তীরের দিকে করুন দৃষ্টিতে তাকিয়ে নিজের খারাপ ভাগ্য মনে করে ভারাক্রান্ত মনে বলে , ওপারে সকল সুখ ও পরম শান্তি বিরাজ করেছে। আবার অপর তীর এই তীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে একই কথা বলে।            এই জগতে কেউ সুখী নয়। সকলেই অতৃপ্ত। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে কোন মানুষ সন্তুষ্ট থাকতে পারে না। সকলেই মনে করে তারই জীবন কেবল যন্ত্রণাময়। অন্যের জীবন তার চেয়ে মনোরম। দরিদ্ররা মনে করে ধনী ব্যক্তিরাই সুখী আবার ধনী ব্যক্তি মনে করে দরিদ্ররাই প্রকৃত সুখী। এই অতৃপ্তির জন্যই মানুষ তার নিজের জীবনকে ঠিকমতো উপভোগ করতে পারে না। তাই জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে মেনে নেওয়...