নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র বড়ো প্রশ্ন ও উত্তর

১)" অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই"- বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে তা আলোচনা কর।

উঃ প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা "নিরুদ্দেশ" গল্পে একদিন শীতের সকালে বাদলার দিনে দুপুরবেলায় নিরুদ্দেশ সম্পর্কে খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞাপনের দিকে তাকিয়ে গল্পকথক সেই নিরুদ্দেশ সম্পর্কিত পিছনের ঘটনাকে নিজের মতো করে প্রকাশ করতে গিয়ে আলোচনা মন্তব্যটি করেছেন।


          নিরুদ্দেশ প্রসঙ্গে পিছনের ঘটনা প্রকাশ করতে গিয়ে কথক বলেছেন - একটি ছেলে হয়তো রাত্রিবেলা মাঝে মাঝেই থিয়েটার দেখে বাড়ি ফিরত। ফলে তার বাড়ির বাবা, মা সকলেই ক্ষুব্ধ হতেন। আগের বছরে ফেল করে ছেলে যে এবারেও কিছু করতে পারবে না তা বাবা বুঝতে পেরেছেন। ফলে ছেলের এই আচরণকে বাবা কখনোই মেনে নিতে পারেন না। ছেলে যে অর্থ অপচয় করছে তা দেখে বাবা খুশি নন। তাই তিনি ছেলেকে বাড়ি থেকে দূর করে দেওয়ার কথা বলেন। এই শুনে ছেলের মনে নানা ক্ষোভ দেখা দেয়। আর সহ্য করতে না পেরে ছেলে তখনই নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।


              বাড়ি থেকে ছেলে নিখোঁজ হওয়ায় মা খাওয়া-দাওয়া বন্ধ করে শয্যাশায়ী হয়ে পড়েন। বাড়িতে এইরকম অবস্থা দেখে বাবা গিয়ে উপস্থিত হন খবরের কাগজের অফিসে। বিজ্ঞাপনে ছেলের নাম, পরিচয়, চেহারার বর্ণনা দিয়ে বাড়ি ফিরে আসার জন্য ছেলেকে কাতর অনুরোধ জানান। কিন্তু কাগজে বিজ্ঞাপন বেরোবার আগেই তিনি দেখতে পান ছেলে ঘরে এসে হাজির। এইরকম বিজ্ঞাপনের ইতিহাসের কথাই গল্পকথক বর্ণনা করেছেন। 


২) 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)