বাচ্য পরিবর্তন, বাচ্য কী, বাংলা ব্যাকরণ
বাচ্য
প্রাথমিকে টেট পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ ব্যাকরণের এই অংশটি। অপরপক্ষে যেসব মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বাচ্য অংশটি। কারণ প্রতি বছরের ন্যায় এ বছরও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তাই তোমরা যত্ন সহকারে প্রশ্নগুলির উত্তর বুঝে নাও।
১) ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্বন্ধজ্ঞাপক বাচন রীতিকে কি বলে ?
ক) ক্রিয়ার বাচ্য খ) সমাস বলে
গ) প্রত্যয় বলে ঘ) ক্রিয়ার কাল
উঃ ক) ক্রিয়ার বাচ্য বলে।
২) বাচোকে কটি ভাগে ভাগ করা যায়
ক) একটি খ) দুইটি
গ) তিনটি ঘ) চারটি
উঃ ঘ) চারটি
৩) কুর্তৃবাচ্যে --
ক) কর্তার অর্থই প্রাধান্য পায়।
খ) কর্মের অর্থ প্রাধান্য পায়।
গ) ক্রিয়ার অর্থই প্রাধান্য পায়।
ঘ) কর্তা ও কর্মের অর্থ প্রাধান্য পায়।
উঃ কর্তার অর্থ প্রাধান্য পায়
৪) যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য লাভ করে তাকে
ক) কর্তৃবাচ্য বলে খ) কর্মবাচ্য বলে
গ) ভাববাচ্য বলে ঘ) কর্মকর্তৃবাচ্য বলে
উঃ ভাববাচ্য বলে।
৫) ভাববাচ্যে কর্মপদটি--
ক) ক্রিয়াবাচক বিশেষণ পদ
খ) ক্রিয়াবাচক বিশেষ্য পদ
গ) ক্রিয়াবাচক সম্বন্ধ পদ
ঘ) ক্রিয়াবাচক অব্যয় পদ
উঃ ক্রিয়াবাচক বিশেষ্য পদ
৬) শাঁখ বাজে। এটি--
ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ কর্মকর্তৃবাচ্য
৭) মহাশয়ের থাকা হয় কোথায় ? উদাহরণটি --
ক) কর্তৃবাচ্য খ) ভাববাচ্য
গ) কর্মবাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ ভাববাচ্য
৮) তুমি কিছুই জানো না।এটি --
ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ কর্তৃবাচ্য
৯) কর্মবাচ্যে ---
ক) কর্মের সঙ্গে ক্রিয়া পদের অর্থ প্রাধান্য থাকে।
খ) কর্তার সঙ্গে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য থাকে।
গ) কর্তা ও কর্মের সঙ্গে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য থাকে
ঘ) কেবলমাত্র ক্রিয়াপদের অর্থ প্রাধান্য থাকে।
উঃ কর্তা ও কর্মের সঙ্গে ক্রিয়া পদের অর্থ প্রাধান্য থাকে।
১০) বাচ্য পরিবর্তনে
ক) বাক্যের অর্থ পরিবর্তন হয়।
খ) বাক্যের অর্থ পরিবর্তন হয় না
গ) মাঝে মাঝে বাক্যের অর্থ পরিবর্তন হয়
ঘ) বাক্যের অর্থ সংকুচিত হয়
উঃ বাক্যের অর্থ পরিবর্তন হয় না
১১) কর্তৃবাচ্যে কর্তায় সাধারণত
ক) শূন্য বিভক্তি হয় না খ) কে বিভক্তি হয়
গ) এ বিভক্তি হয় ঘ) শূন্য বিভক্তি হয়।
উঃ শূন্য বিভক্তি হয়
১২) বাচ্য পরিবর্তনে -
ক) কর্তার পুরুষভেদে ক্রিয়াপদের রুপভেদ হয় ।
খ) কর্তার পুরুষভেদে ক্রিয়াপদের রুপভেদ হয় না।
গ) কর্তার পুরুষভেদে ক্রিয়াপদের রুপভেদ কোন ক্ষেত্রেই হয় না।
ঘ) কর্তার পুরুষভেদে ক্রিয়াপদের রুপভেদ মাঝে মাঝে হয়।
উঃ কর্তার পুরুষভেদে ক্রিয়াপদের রূপভেদ হয়।
১৩) বলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল। বাচ্যটি হলো
ক) কর্মবাচ্য খ) ভাববাচ্য
গ) কর্তৃবাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ কর্তৃবাচ্য
১৪) বাচ্য কি?
ক) কর্তার রূপের পরিবর্তন
খ) কর্মের রূপের পরিবর্তন
গ) ক্রিয়ার রূপের পরিবর্তন
ঘ) বাক্যের রূপের পরিবর্তন
উঃ ক্রিয়ার রূপের পরিবর্তন।
১৫) কর্তৃবাচ্যে কর্তাই প্রধান, ক্রিয়া কার অনুসারী -
ক) কর্তার খ) কর্মের
গ) কর্তা ও কর্ম উভয়ের ঘ) বাক্যস্থ পদের
উঃ কর্তার
১৬) কর্মবাচ্যে কর্তা কর্তৃক, দিয়া, দ্বারা যে কোন অনুসর্গ যোগে কি হয়ে যায় ?
ক) প্রধান হয়ে যায়
খ) কর্তৃত্বহীন হয়ে যায়
গ) নিরপেক্ষ হয়ে যায়
ঘ) উহ্য হয়ে যায়
উঃ কর্তৃত্বহীন হয়ে যায়
১৭) ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যোগ হয় ?
ক) এ বিভক্তি খ) য় বিভক্তি
গ) তে বিভক্তি ঘ) র, এর বিভক্তি
উঃ র,এর
১৮) যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতিয়মান হয় তাকে কি বলে?
ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ কর্মকর্তৃবাচ্য
১৯) পাঁচদিন নদীকে দেখা হয় নাই।- কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য
উঃ ভাববাচ্য
২০) আমাকে আসতে হবে। আধুনিক ধারণায় এই বাচ্যটি হল
ক) সম্বন্ধ কর্তা ভাববাচ্য
খ) গৌণ কর্মকর্তা ভাববাচ্য
গ) কর্তাহীন ভাববাচ্য
ঘ) উদ্দেশ্য কর্তা ভাববাচ্য
উঃ উদ্দেশ্য কর্তা ভাববাচ্য
২১) অকর্মক ক্রিয়ার ভাবটি মুখ্য হয় কোন বাচ্যে?
ক) ভাববাচ্য খ) কর্মবাচ্য
গ) কর্মকর্তৃবাচ্য ঘ) কর্তৃবাচ্য
উঃ ভাববাচ্য
২২) আসছ কখন - কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্মকর্তৃবাচ্য খ) কর্তৃবাচ্য
গ) কর্মবাচ্য ঘ) ভাববাচ্য
উঃ কর্মকর্তৃবাচ্য
২৩) রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখেছেন ।এটি কোন বাচ্যের উদাহরণ
ক) কর্মবাচ্য খ) ভাববাচ্য
গ) কর্মকর্তৃবাচ্য ঘ) কর্তৃবাচ্য
উঃ কর্তৃবাচ্য
Comments
Post a Comment
Haven't doubt please let me know.