বাংলা প্রবন্ধ রচনা
যে সকল প্রবন্ধ রচনাগুলি এখানে পাবেন সেগুলি নীচে দেওয়া হল ( ১) মানব জীবনে বিজ্ঞান (২) ছাত্র জীবনে শিষ্টাচার ও সৌজন্যবোধ ( ৩) বাংলার উৎসব ( ৪) শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ১) মানব জীবনে বিজ্ঞান ভূমিকা : বর্তমান সভ্যতা বহু শতাব্দীর স্বপ্ন ও সাধনার ফসল। মানুষ তার যুগ-যুগান্তরের স্বপ্ন ও সাধনা দিয়ে গড়ে তুলেছে সভ্যতার এই বিশাল ইমারত। সভ্যতার মূলে সে দিয়েছে বাহুর শক্তি, মস্তিষ্কের বুদ্ধি, ইন্দ্রিয়ের অনুভূতি এবং হৃদয়ের ভালোবাসা।ক্রমাগত অনুশীলনে বুদ্ধি যত পরিণত হয়েছে ততই সুখ-স্বাচ্ছন্দ মানুষের কাছে ধরা দিয়েছে, অগ্রসর হয়েছে সভ্যতার রথচক্র। বিজ্ঞানের আবিষ্কার : আগুনের উৎপত্তি থেকেই বিজ্ঞানের সঙ্গে মানুষের পরিচয়। সেই পরিচয় ক্রমে প্রসারিত হয়েছে গভীর বিস্তৃততর পরিবেশে। সভ্যতার ঊষালগ্নে অসহায় অরণ্যচারী গুহাবাসী মানুষ আকাশের মেঘ ও বিদ্যুৎ কে ভয় করত। কিন্তু আজ মানুষ সভ্যতার বলে বলিয়ান হয়ে মেঘকে ক...