Third unit test class-4 poribesh Environment science

Model Question Paper -1 আমাদের পরিবেশ চতুর্থ শ্রেনী প্রতিটি প্রশ্নের মান - ১ ১) ঠিক উত্তর নির্বাচন করো ক) প্রত্যেক পরিবারের শাখা- প্রশাখাকে সদস্য / আত্মীয় / শ্রেণী / জাতি বলে উঃ আত্মীয় খ) আড়াবাড়ি জঙ্গল পূর্ব মেদিনীপুর/ পশ্চিম মেদিনীপুর/ হুগলি/ বীরভূম জেলায় অবস্থিত। উঃ পশ্চিম মেদিনীপুর গ) তাজমহল একটি স্থাপত্য / সৌধ / ভাস্কর্য / সংগ্রহশালা। উঃ সৌধ ঘ) বেদুইনদের কোন সমাজের অন্তর্ভুক্ত করা যায় ? পশুপালক সমাজ/ যাযাবর সমাজ /কৃষি সমাজ/ শিল্প সমাজ উঃ যাযাবর সমাজ ঙ) জমির ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাষিরা ব্যবহার করেন -জৈব সার / রাসায়নিক সার / রাসায়নিক বিষ / আগাছা নাশক। উঃ রাসায়নিক বিষ ২) শূন্যস্থান পূরণ কর ক) আলু অনেকদিন ভালো রাখার জন্য__________ ঘরে রাখা হয় । উঃ হিম খ) জামভাজির শিষ্যদের ব...