অস্তিত পৃথিবী প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী
অস্থিত পৃথিবী ১) মহীসঞ্চরণ তত্ত্বটি কার ? উঃ আলফ্রেড ওয়েগনার ২) প্যানজিয়া কি ? উঃ মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায়, প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো একে প্যানজিয়া বলে। ৩) প্যানথালাসা কাকে বলে ? উঃ মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে জানা যায়, প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করতো। আর এই স্থলভাগের চারিদিকে যে বিশাল মহাসাগর অবস্থান করতো, তার নাম প্যানথালাসা। ৪) পাত সংস্থান তত্ত্ব কবে আবিষ্কার হয় ? উঃ ১৯৬০ এর দশকে ৫) পাত সংস্থান তত্ত্বের জনক কে ? উঃ পিচোঁ ৬) পৃথিবীর পাতগুলো কোন স্তরের ওপর অবস্থান করেছে ? উঃ অ্যাস্থেনোস্ফিয়ার ৭) পৃথিবীর ভূ অভ্যন্তরের কোন স্তরে পরিচালন স্রোত লক্ষ্য করা যায়? উঃ অ্যাস্থেনোস্ফিয়ার ৮) পৃথিবীর অভ্যন্তরের পাতগুলি লেখ। উঃ পৃথিবীতে মোট সাতটি বড় পাত এবং আটটি মাঝারি ও কুড়িটি ছোট পাত আছে। ৯) সাতটি বড় পাত এর নাম লেখ। উঃ ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পা...