Posts

Showing posts from December, 2023
      বাচ্য ও বাচ্য পরিবর্তন  ১) বাচ্য কথার অর্থ কি ? উঃ বাচনভঙ্গি ২) বাচ্য শব্দের প্রত্যয় লেখ। উঃ বচ্ + য  = বাচ্য ৩) বাংলা বাক্যের ক্রম অনুযায়ী উপাদানগুলি লেখ। উঃ কর্তা - কর্ম - ক্রিয়া। ৪) বাচ্য কাকে বলে ? উঃ বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা,কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য অনুযায়ী ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বাচ্য বলে।  ৫) বাচ্যের প্রকারভেদগুলি লেখ। উঃ বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য চার প্রকার - কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। ৬) কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়? উঃ শূন্য বিভক্তি। ৭) ক্ষেত্রবিশেষে কর্তৃস্থানীয় কর্মে কোন বিভক্তি হয় ? উঃ কে - বিভক্তি।  উদাহরণ - যদুকে ডাকা হোক। ৮) কর্তৃবাচ্য কাকে বলে ? উঃ যে বাচ্যে কর্তাই প্রধান এবং ক্রিয়াপদের পরিবতর্ন ঘটে কর্তা অনুযায়ী, তাকে কর্তৃবাচ্য বলে। ৯) কর্মবাচ্যের সংজ্ঞা লেখ। উঃ যে বাচ্যে কর্মের প্রাধান্য থাকে,ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কর্মের পুরুষ অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে, তাকে কর্মবাচ্য বলে। ১০) কর্মবাচ্যের একটি লক্ষণ লেখ। উঃ মূল ক্রিয়াপদটি ক্ত, ইত ইত্যাদি প্রত্যয়যুক্ত ব...

Bangla byakoron class-9

 ক) কি জাতীয় বিশেষ্য নির্ণয় কর। ১) বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়। উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য। ২) আনন্দবাজার পত্রিকায় খবরটি ছাপা হয়েছিল। উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য ৩) বাঙালি বাস করে সেই তীর্থ বরদ বঙ্গে। উঃ শ্রেণীবাচক বিশেষ্য ৪) নিষ্ঠা থাকলে অধ্যবসায় আসবে। উঃ গুণবাচক বিশেষ্য  ৫) বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরেছে। উঃ সমষ্টিবাচক বিশেষ্য ৬) আজ সভায় লোকজনের সমাগম হবে। উঃ সমষ্টিবাচক বিশেষ্য ৭) শচীদানন্দ শয়ন করে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। উঃ ক্রিয়াবাচক বিশেষ্য ৮) বাল্মীকি রামায়ণ রচনা করেন।  উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য খ) কি জাতীয় বিশেষণ নির্ণয় করো । ১) ফুরায়ে গেল উনিশ -পিপে নস্য। উঃ সংখ্যাবাচক বিশেষণ ২) স্নিগ্ধ জ্যোতি  উঃ বিশেষণের বিশেষণ ৩) তুলোট কাগজ। উঃ উপাদানমূলক বিশেষণ ৪) কাশ্মীরি শাল। উঃ সংজ্ঞাবাচক বিশেষণ ৫) তৃতীয় বালক কুশলশীল। উঃ পূরণবাচক বিশেষণ ৬) মদীয় গৃহে। উঃ সর্বনামীয় বিশেষণ  ৭) বেশ কনকনে ঠান্ডা। উঃ বিশেষনের বিশেষণ ৮) বাতাসের সোঁ-সোঁ শব্দ। উঃ ধনাত্মক বিশেষণ গ) কি জাতীয় সর্বনাম নির্ণয় কর। ১) মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে। উঃ আত্মবাচক সর্বনাম ২) নিজ- নিজ প...

Madhyamik ABTA Test paper 2024

ABTA MADHYAMIK TEST PAPER 2023-2024  BENGALI (First Language),                            page No -9 ১। সঠিক উত্তরটি নির্বাচন করো:    ১ × ১৭ = ১৭ ১.১ তপনের সম্পূর্ণ নাম কী ছিল? (ক) তপন কুমার রায়।       (খ) তপন কুমার পাল  (গ) তপন কুমার সেন        (ঘ) শ্রী তপন কুমার রায়।  উঃ শ্রী তপন কুমার রায়। ১.২ 'তাঁদেরও বুক ভরে গেল' 'তাঁদের' বুক ভরে গিয়েছিল -  (ক) অমৃত ও ইসাবের কথা শুনে  (খ) অমৃত ও ইসাবের গভীর বন্ধুত্বের কথা শুনে  (গ) অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে  (ঘ) অমৃত ও ইসাবের জামা পাল্টানোর কথা শুনে।  উঃ অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। ১.৩ নদেরচাঁদের পাঁচ পৃষ্ঠার চিঠিটা লিখতে সময় লেগেছিল -  (ক) একদিন                (খ) দুদিন  (গ) তিনদিন                 (ঘ) চারদিন।  উঃ দুদিন  ১.৪ 'সেই হোক তোমার সভ্...

Bengali test exam questions for class 12

Test Examination Question Paper 2023         উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২৩                               শ্রেণি-দ্বাদশ পূর্ণমান-৮০ বিষয়-বাংলা সময়-৩ ঘন্টা ১৫ মিনিট ১। সঠিক উত্তরটি নির্বাচন করো:১ × ১৮=১৮ ১.১ জলের অন্ধকারে আগুন লাগে- ক) রাতের আকাশে খ) ধূসর ফেনায় গ) মহুয়ার দেশে ঘ) শালের বনে। ১.২ রামশাল চালের ভাত - ক) ডালের সঙ্গে খায় খ) সবজির সঙ্গে খায় গ) মাংসের সঙ্গে খায় ঘ) মাছের সঙ্গে খায়। ১.৩ বুড়ো কর্তার মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়- ক) রাত একটার পর খ) রাত বারোটার পর গ) রাত ন'টার পর ঘ) রাত দু'টোর পর। ১.৪ "ছিন্নভিন্ন / জঙ্গলে তাকে পেয়ে"- কাকে?-  ক) নিখোঁজ ভাইকে খ) নিখোঁজ মেয়েকে গ) আহত ছেলেকে ঘ) মৃত পশুকে। ১.৫ মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন কী ছয় ও আট বছরের খ) চার ও পাঁচ বছরের গ) আট ও নয় বছরের ঘ) ছয় ও সাত বছরের। ১.৬ 'সে কখনো করে না বঞ্চনা'- সে বলতে-ক) স্বপ্ন খ) সত্য গ) দুঃখ ঘ) মৃত্যু। ১.৭ কখন ফজরের নমাজ পড়া হয়?- ক) ভোরবেলায় খ) দুপুরবেলায় গ) বিকালবেলায় ঘ) সন্ধ্যাবেলায়।  ১....