Class -৪ geography fourth submative evaluation

মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অষ্টম শ্রেণী ভূগোল সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন চ্যাপ্টার থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলি এখানে দেওয়া হয়েছে। ১) নিজের বাক্য গুলির উত্তর দাও। ১.১) পরিবেশের অবনমন বলতে কী বোঝো ? উঃ যে প্রক্রিয়ায় পরিবেশের গুণমানের হ্রাসের ফলে জল, বায়ু ও মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় এবং বাস্তুতন্ত্র ব্যাহত হয় তাকে পরিবেশ অবনমন বলে। যেমনঃ অতিরিক্ত বৃক্ষ ছেদনের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস প্রভৃতি। ১.২) পরিবেশের অবনমন কিভাবে ঘটে তা লেখ। উঃ পরিবেশের অবনমন ঘটে সাধারণত দুইভাবে- ক) প্রাকৃতিক এবং খ) মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের অবনমন ঘটে থাকে। ক) প্রাকৃতিক কারণঃ ঝড়, বন্যা, করা, ভূমিকম্প, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে থাকে। এর ফলে মানুষ তথা বিভিন্ন প্রাণী...