Posts

Showing posts from June, 2024

বাঘ কবিতার প্রশ্ন উত্তর

    🐯 বাঘ কবিতা 🐯  ১) পারিখালয়ের বাসায় কী পাওয়া যেত না? 👉 গরু, ছাগল ও ভেড়া  ২) ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল ? 👉 পাখিরালয়ে থাকা পাখির ছানা ধরতে গিয়েছিল । ৩) ছোট্ট বাঘের বাবা- মা বাসা বদলে কোথায় গিয়েছিল ? 👉 সজনেখোলায় ৪) সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত ? উঃ রয়েল বেঙ্গল টাইগার  ৫) "তার মনে মনে জমছে কেবল রাগ"-কার মনে কেন রাগ জমেছিল ? 👉 ছোট্ট বাঘের থানার মনে রাগ জমেছিল কারণ বাঘেরা পাখিরালয়ে থাকতো সেখানে পাখি ছাড়া অন্য কোন প্রাণী না থাকায় ছোট্ট বাঘের মনে রাগ জমেছিল ‌। ৬) ভদ্র বাঘের হেতায় বাঁধে ডেরা - এরকম মনে হওয়ার কারণ কি ? 👉 আলোচ্য অংশে হেতায় বলতে পাখিরালয়ের কথা বলা হয়েছে। সেখানে পাখি ছাড়া ছাগল, হরিণ, ভেড়া এসব কোনো প্রাণীর ছিল না। তাই ছোট বাঘের ছানা মনে করেছিল, সে কি ধরবে? আর কি বা খাবে?। তাই তার মনে রাগ হয় একথা বলেছে। ৭) বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয় কেন ? 👉 খিদের জ্বালায় বাঘের ছানা পাখি ধরতে গিয়ে তার থাবা বাড়ানোর সঙ্গে সঙ্গেই পাখিরা উড়ে আকাশ পথে চলে যায়। তাই বাঘের ছানা পাখি ধরতে ব্যর্থ হয়। ৮) নদীর পাড়ে ...

History class-7

 ইতিহাস সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা History class-7 short questions answer, second summative exam history history question second summative evaluation history class-7 chapter wise question answer history           History class-7  ১) মহম্মদ ঘুরি মৃত্যু কত খ্রিস্টাব্দে ? 👉 ১২০৬ খ্রিস্টাব্দে ২) দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ? 👉 কুতুবউদ্দিন আইবক ৩) সুলতান শব্দের অর্থ কি ? 👉 কর্তিত্ব বা ক্ষমতা ৪) হযরত মহম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন _________। 👉 খলিফা ৫) খলিফা শব্দের অর্থ কি ? 👉 উত্তরাধিকারী বা প্রতিনিধি ৬) সুলতানরা ছিলেন জাতিতে __________। 👉 তুর্কি  ৭) খুতবা কি ? 👉 খুতবা শব্দের অর্থ হল ভাষণ। সুলতানের শাসনকালে মসজিদের ইমাম ভাষণ পাঠ করতেন, তাহাই খুতবা নামে পরিচিত। সাধারণত শুক্রবার নামাজের পর সকলের সামনে খুতবা পাঠ করা হতো। ৮) আমির কাদের বলা হত ? 👉 দিল্লির সুলতানি ইতিহাসে শাসন কার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত। ৯) কোন সুলতান প্রথম মুদ...