Posts

Showing posts from October, 2023

Education project class-12

  আমাদের অঞ্চলের সর্বশিক্ষা অভিযানের কাজ                               প্রথম পরিচ্ছেদ  সূচনাঃ আমাদের সংবিধানের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে যে, ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি সংবিধান চালু হওয়ার ১০ বছরের মধ্যে অর্থাৎ ১৯৬০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। সংবিধানের এই নির্দেশ বাস্তবায়িত না হাওয়ায় ১৯৮৬ সালে জাতীয় শিক্ষা নীতিতে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ৬ থেকে ১৪ বছর বয়সি সমস্ত শিশুদের অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে। ১৪ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েদের শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২০০০ সালে সারা দেশ জুড়ে একটা কর্মসূচি চালু করার ব্যবস্থা নেয়, সেটি হল সর্বশিক্ষা অভিযান।  প্রকল্পের নামঃ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য হাতে নাতে কিছু কাজ করার অঙ্গ হিসাবে যেমন প্রকল্প নির্ধারণ করেছে তাদের মধ্যে ...

পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী

Image
       পরিবেশ ও বিজ্ঞান     তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন                              ষষ্ঠ শ্রেণী  ক) পূর্ণবাক্যে উত্তর দাও। ১) একটি তরল ধাতুর নাম লেখ। উঃ পারদ  ২) তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখ। উঃ গ্রাফাইট  ৩) তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম কি ? উঃ হিরে ৪) একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। উঃ বায়ু,দুধ  ৫) একটি যৌগিক পদার্থের নাম লেখ। উঃ জল ৬) ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে জ্বালানো হলে কি উৎপন্ন হয় ? উঃ ম্যাগনেসিয়াম অক্সাইড  ৭) পরমাণু কাকে বলে ? উঃ মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান থাকে, সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। ৮) বাতাসে অবস্থিত কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ। উঃ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন ইত্যাদি। ৯) প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায় ? উঃ ৯৪ টি। ১০) চিনি ও জলের দ্রবণে দ্রাব ও দ্রাবক কোনটি লেখ। উঃ চিনি হল দ্রাব আর জল হল দ্রাবক। ১১) কাদাজল কোন পদ্ধতিতে জল ও কাদাকে পৃথক করবে ? উঃ পরিস্রাবণ...

Class-9 history suggestion third term exam Final exam History suggestion class -9

 বিভাগ -ঘ  নিম্নলিখিত প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।)                               উপবিভাগ -A  ১) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারণগুলি বিবৃত কর। ২) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখ। ৩) মার্কেনটাইলবাদ নীতি কেমন ছিল ? ৪) ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কি ছিল ? ৫) ইয়ং ইতালি দলের কর্মপন্থা আলোচনা কর। ৬) উইলসনের চৌদ্দদফা নীতি কি ? ৭) জাতিসংঘের ব্যর্থতার কারণ গুলি লেখ। ৮) প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির জয় লাভের কারন কি কি ? ৯) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কি ? ১০) ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সংঘাতের কারণগুলি আলোচনা কর। ১১) ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তি মূলক সন্ধি বলা হয় ? ১২) আটলান্টিক চার্টার এর গুরুত্ব লেখ। ১৩) রুশ জার্মান অনাক্রমণ চুক্তির উদ্দেশ্য কি ছিল ? ১) ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও। ২) ভার্সাই সন্ধির শর্তগুলো লেখ ৩) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা কর। ৪) ঠান্ডা লড়াই কাকে ব...