নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র বড়ো প্রশ্ন ও উত্তর
১)" অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই"- বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে তা আলোচনা কর। উঃ প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা "নিরুদ্দেশ" গল্পে একদিন শীতের সকালে বাদলার দিনে দুপুরবেলায় নিরুদ্দেশ সম্পর্কে খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞাপনের দিকে তাকিয়ে গল্পকথক সেই নিরুদ্দেশ সম্পর্কিত পিছনের ঘটনাকে নিজের মতো করে প্রকাশ করতে গিয়ে আলোচনা মন্তব্যটি করেছেন। নিরুদ্দেশ প্রসঙ্গে পিছনের ঘটনা প্রকাশ করতে গিয়ে কথক বলেছেন - একটি ছেলে হয়তো রাত্রিবেলা মাঝে মাঝেই থিয়েটার দেখে বাড়ি ফিরত। ফলে তার বাড়ির বাবা, মা সকলেই ক্ষুব্ধ হতেন। আগের বছরে ফেল করে ছেলে যে এবারেও কিছু করতে পারবে না তা বাবা বুঝতে পেরেছেন। ফলে ছেলের এই আচরণকে বাবা কখনোই মেনে নিতে পারেন না। ছেলে যে অর্থ অপচয় করছে তা দেখে বাবা খুশি নন। তাই তিনি ছেলেকে বাড়ি থেকে দূর করে দেওয়ার কথা বলেন। এই শুনে ছেলের মনে নানা ক্ষোভ দেখা দেয়। আর সহ্য করতে না পেরে ছেলে তখনই নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে ছেলে নিখোঁজ হওয়ায় মা খ...