Posts

Showing posts from December, 2025

স্বাস্থ্য ও শারীর শিক্ষা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর

        স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা       তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন                           অষ্টম শ্রেণী              মূল্যবোধের শিক্ষা  ১) মূল্যবোধ বলতে কী বোঝো ? উঃ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। ২) মূল্যবোধ হল _______ ও _________ এর মাপকাঠি।  উঃ রীতিনীতি ও আদর্শ  ৩) হকির যাদুকর বলা হয় কাকে ? উঃ ধ্যানচাঁদ  ৪) ধ্যানচাঁদ কোথায় জন্মগ্রহণ করেন ? উঃ ১৯০৫ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট এলাহাবাদে  ৫) "গোল" কথাটি কোন খেলার সাথে যুক্ত ? উঃ হকি  ৬) গোল মেশিন বলা হতো কাকে ? উঃ ধ্যানচাঁদকে  ৭) "দি গোল" আত্মজীবন এটি কার ? উঃ ধ্যানচাঁদ  ৮) জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কার জন্মদিন পালন করা হয় ? উঃ ধ্যানচাঁদ  ৯) ফুটবল সম্রাট নামে কে পরিচিত ? উঃ পেলে  ১০) পেলে এর প্রকৃত নাম কি ? উঃ এডমন অরানটের ডো নাসিমেন্ট। ১১) পেলে এর ডাক নাম কি ? উঃ ডিকো  ১২) কালো মানিক নামে কে প...