Posts

Showing posts from May, 2025

Class 7 Sanskrit question answer

     সপ্তম শ্রেণীর প্রশ্ন ও উত্তর               সংস্কৃত   ১) চাণক্য কবে জন্মগ্রহণ করেছিলেন ? উঃ খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দ, তক্ষশিলায়।  ২) চাণক্যের মৃত্যু হয় কোথায় ? উঃ পাটলিপুত্র  ৩) চাণক্য কে ছিলেন ? উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী । ৪) চাণক্য অপর কি নামে পরিচিত ? উঃ কৌটিল্য, বিষ্ণুগুপ্ত  ৫) অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ? উঃ কৌটিল্য  ৬) কার্যসমূহ কখন সফল হয় ?  উঃ উদ্যমের দ্বারা কাজ করলে সকল কার্যসমূহ সফল হয়।  ৭) সকল প্রাণীর সন্তুষ্ট হয় কখন ? উঃ প্রিয় বাক্য বা মধুর কথা বললে সকল প্রাণী সন্তুষ্ট হয় । ৮) কোন মানুষ সকল মানুষের মধ্যে জীবিত থাকেন ? উঃ এই চলাচল পৃথিবীতে যার কীর্তি আছে, তিনিই সকল মানুষের মধ্যে জীবিত থাকেন।  ৯) ফলাফল কোথায় থাকে ? উঃ হৃদয়ে  ১০) দুর্জন ব্যক্তির কথা বিশ্বাস করা উচিত নয় কেন ? উঃ দুর্জন ব্যক্তিরা মিষ্টি মধুর কথা বললেও তাদের কথা বিশ্বাস করা উচিত নয়। কারণ তাদের জিহ্বাগ্রে মধু থাকে কিন্তু মনে বিষ থাকে।  ১১) ফলাফল শব্দের অর্থ কি ? উঃ বিষ  ১২) কার সম...

জল ধরো জল ভরো প্রকল্প

জল সংরক্ষণ/জল ধরো জল ভরো প্রকল্প  ভূমিকাঃ         'জল ভরো জল ধরো' প্রকল্প হল বৃষ্টির জল সঞ্চয়ের একটি বিশেষ উপায়। জলাধার বা পুকুরে বৃষ্টির জল ধরে রাখার কথাই বলা হয় এই প্রকল্পে। এটি রূপায়িত হলে সারা বছর ধরে পানীয় জল হিসাবে তা ব্যবহার করা যাবে। আবার  ওই জলের কিছুটা চুঁইয়ে যাবে ভূগর্ভে। এর ফলে ভূগর্ভে জলের ভারসাম্য রক্ষা হবে।  প্রয়োজনীয়তাঃ                বৃষ্টির জল বেশি ব্যবহার করে ভূগর্ভস্থ জলের অপব্যবহার রোধ করার জন্য বহু বছর ধরেই নানা প্রকল্পের কথা ভাবা হচ্ছে । প্রকল্পটি গ্রহণের কারণঃ             ভূগর্ভস্থ ও ভূ-পৃষ্ঠস্থ জল সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য  "জল ধরো-জল ভরো" নামক কর্মসূচি চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফল করার জন্য, জল সম্পদ উন্নয়ন বিভাগ নানা  ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান জল সম্পদের উন্নতি ও প্রাপ্যতার জন্য বৃষ্টির জলের বৃহৎ পরিমাণে সংগ্রহের পাশাপাশি ভূ-পৃষ্ঠের জল প্রবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্দেশ্যঃ         ...