Class 7 Sanskrit question answer
সপ্তম শ্রেণীর প্রশ্ন ও উত্তর সংস্কৃত ১) চাণক্য কবে জন্মগ্রহণ করেছিলেন ? উঃ খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দ, তক্ষশিলায়। ২) চাণক্যের মৃত্যু হয় কোথায় ? উঃ পাটলিপুত্র ৩) চাণক্য কে ছিলেন ? উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী । ৪) চাণক্য অপর কি নামে পরিচিত ? উঃ কৌটিল্য, বিষ্ণুগুপ্ত ৫) অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ? উঃ কৌটিল্য ৬) কার্যসমূহ কখন সফল হয় ? উঃ উদ্যমের দ্বারা কাজ করলে সকল কার্যসমূহ সফল হয়। ৭) সকল প্রাণীর সন্তুষ্ট হয় কখন ? উঃ প্রিয় বাক্য বা মধুর কথা বললে সকল প্রাণী সন্তুষ্ট হয় । ৮) কোন মানুষ সকল মানুষের মধ্যে জীবিত থাকেন ? উঃ এই চলাচল পৃথিবীতে যার কীর্তি আছে, তিনিই সকল মানুষের মধ্যে জীবিত থাকেন। ৯) ফলাফল কোথায় থাকে ? উঃ হৃদয়ে ১০) দুর্জন ব্যক্তির কথা বিশ্বাস করা উচিত নয় কেন ? উঃ দুর্জন ব্যক্তিরা মিষ্টি মধুর কথা বললেও তাদের কথা বিশ্বাস করা উচিত নয়। কারণ তাদের জিহ্বাগ্রে মধু থাকে কিন্তু মনে বিষ থাকে। ১১) ফলাফল শব্দের অর্থ কি ? উঃ বিষ ১২) কার সম...