Posts

Showing posts from September, 2021

Modal activity task class 7 science part 6

 ১) ঠিক উত্তরটি নির্বাচন করো  ১.১ যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল  ---- ক) দেয়াল  খ) কাগজ গ) কাপড়  ঘ) আয়না  উঃ ঘ) আয়না ১.২) যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হল-- ক) সূর্য  খ) বায়ুপ্রবাহ  গ) জীবাশ্ম জ্বালানি  ঘ)জৈব গ্যাস  উঃ গ) জীবাশ্ম জ্বালানি ১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল  ক) আলু খ) কচুরিপানা গ) বের  ঘ) কুমড়ো  উঃ খ) কচুরিপানা ২. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও । ২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়। × ২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বের হয় তাকে পর্বমধ্য বলে । × ২.৩ তেঁতুল পাতা হল একক পত্রের একটি উদাহরণ। × ৩. একটি বাক্যে উত্তর দাও। ৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত---- লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ? উঃ চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত। কারণ কাঠ হল তড়িৎ এর কুপরিবাহী। ৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কি...