Class -11 Bengali suggestions 2022
অ) বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি ১) চর্যাপদে তৎকালীন সমাজচিত্রের যে বর্নণা পাওয়া যায় তার লেখ। ২) চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব লেখ। ৩) শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন? গ্রন্থটির কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করো। ৪) মৈথিলী কোকিল কাকে বলা হয় ? তার কাব্যপ্রতিভা সম্পর্কে লেখ । ৫) বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ। ভাষাতত্ত্ব ১) ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর। ২) ভারতীয় আর্যভাষার স্তর বিন্যাস করে তাদের বৈশিষ্ট্য লেখ। ৩) ভারত চার ভাষা বংশের দেশ" - ব্যাখ্যা কর। ডাকাতের মা ১) "ছেলের নামে কলঙ্ক এনেছে সে"- কে ছেলের নামে কলঙ্ক এনেছে ? কলঙ্ক কথাটি ব্যবহারের তাৎপর্য লেখ। ২)" কিন্তু আজ যে অন্য ব্যাপার " - কোন দিনের কথা বলা হয়েছে ? অন্য ব্যাপারটির পরিচয় দাও। ৩) "ডাকাতের মা" গল্প অবলম্বনে সৌখির মায়ের চরিত্রের বর্ণনা দাও। ৪) ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। কবিতা ১) নুন কবিতা অবলম্বনে দারিদ্র্য পীড়িত মানুষের যে সমাজ চিত্র উঠে এসেছে তার বর্ণনা দাও। ২) "আমি বাঞ্ছা করি দেখবো...